গ্রাহকদের আধুনিক ও সর্বোত্তম সেবা প্রদানের ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক নিয়ে এলো মুদারাবা উপহার ডিপোজিট চেক। এটা সহজ, ঝামেলাহীন আর মুনাফাযুক্ত। উৎসব, সামজিক অনুষ্ঠান বা একান্ত উপলক্ষ্যে প্রিয়জনকে উপহার চেক প্রদান করা যায়।
Feature
উপহার কেনার ঝামেলা নেই
নগদ টাকা বহনের প্রয়োজন নেই
৫শ, এক হাজার ও পাঁচ হাজার টাকা মূল্যের চেক কেনা যাবে
চেকের অর্থের ওপর মুদারাবা ভিত্তিতে মুনাফা প্রদান করা হয়
ব্যাংকের যেকোন শাখায় ভাঙ্গানো যায়
জমা দেওয়া মাত্র নগদ টাকা পাওয়া যায়
বিনিয়োগের বিপরীতে জামানত হিসেবে গ্রহণ করা হয়
Rules
৩০ দিনের মধ্যে ভাঙ্গানো হলে কোন মুনাফা যোগ হয় না
হারিয়ে গেলে ডুপ্লিকেট ইস্যু করা হয় না
বিশ হাজার টাকা পর্যন্তভ্যাট/ট্যাক্স কাটা হয় না
চেক ভাঙ্গানোর জন্য উপস্থাপককে ভোটার আইডি কার্ড/জাতীয় পচিয়পত্র/ পাসপোর্ট দেখাতে হবে
LinkedIn
Youtube
Instagram
Twitter